
নেত্রকোনায় ট্রাক চাপায় সিএনজির দুই যাত্রী নিহত
নেত্রকোনা জেলার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের পূর্বধলার আত্ধসঢ়;কাপাড়া নামক স্থানে সোমবার গভীর রাতে ধানবাহী ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন পূর্বধলা উপজেলার নাটেরকোনা গ্রামের আব্দুর রহমান খানের ছেলে মুহিত খান ও জালশুকা গ্রামের মজিবুর রহমানের ছেলে আনোয়ার হোসেন।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের পূর্বধলার আত্ধসঢ়;কাপাড়া পেট্রোল পাম্পের কাছে সোমবার গভীর রাতে ধানের
বস্তাভর্তি একটি ট্রাক যাত্রীবাহী সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় উত্তেজিত জনতা ঘাতক চালক ও তার সহকারীকে আটকের পাশাপাশি ট্রাক ও ক্ষতিগ্রস্থ সিএনজিটি জব্দ করে পূর্বধলা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
আরও পড়ুন: নেত্রকোনার দুটি ইউপির উপ-নির্বাচনে ১০ জনের মনোনয়নপত্র দাখিল