
ভিনির পেনাল্টি মিস, ১০ জনের ভেনেজুয়েলার সঙ্গেও পারলো না ব্রাজিল
সময়টা খুব একটা ভালো কাটছে না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। অক্টোবরের আন্তর্জাতিক ম্যাচ উইন্ডোতে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েও ভেনেজুয়েলার বিপক্ষে হোঁচট খেলেন কোচ ফার্নান্দো দরিভালের শিষ্যরা। প্রথমে এগিয়ে গেলেও ব্যবধান ধরে রাখতে ব্যর্থ হয় সেলেসাওরা। সুযোগ এসেছিল লিড বাড়ানোর, কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেননি চোট কাটিয়ে ফেরা ভিনিসিউস জুনিয়র।
বৃহস্পতিবার ভেনেজুয়েলার মাতুরিনে কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি ১-১ গোলে ড্র করে ব্রাজিল। রাফিনিয়ার দারুণ এক ফ্রি-কিকে এগিয়ে গেলেও তেলাসকো সেগোভিয়ার বুলেট গতির শটে সমতায় ফেরে স্বাগতিক ভেনেজুয়েলা।
ম্যাচের বিস্তারিত
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল। নবম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ আসে। বক্সে বল পেয়ে ওয়ান অন ওয়ান পজিশনে শট নিতে ব্যর্থ হন ভিনি, পাস দেন রাফিনিয়াকে, কিন্তু তার শট বারের ওপর দিয়ে চলে যায়।
২২তম মিনিটে আবারও হতাশ করেন ভিনি। সতীর্থের পাস থেকে নেয়া শট গোলরক্ষককে পরাস্ত করলেও বারে লেগে ফিরে আসে। পরে গেরসনের জোরালো শট দুর্দান্তভাবে ঠেকান ভেনেজুয়েলার গোলরক্ষক রাফায়েল রোমো।
৪৩তম মিনিটে ব্রাজিল অবশেষে এগিয়ে যায়। ডি-বক্সের বাইরে থেকে রাফিনিয়ার বাঁকানো ফ্রি-কিক জালে জড়ায়, প্রতিপক্ষ গোলরক্ষকের নাগালের বাইরে।
সমতায় ফেরা ভেনেজুয়েলা
বিরতির পর মাঠে নেমেই সমতা ফেরায় ভেনেজুয়েলা। স্যাভারিনোর পাস থেকে বক্সে ঢুকে বুলেট গতির শটে গোল করেন তেলাসকো সেগোভিয়া।
ভিনির পেনাল্টি মিস
৫৯তম মিনিটে বাঁ প্রান্ত ধরে বক্সে ঢুকে ভিনিসিউস ফাউলের শিকার হন। ভিএআর চেকের পর পেনাল্টি দিলেও স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন ভিনি। ফিরতি বলেও জালে বল জড়াতে পারেননি।
উত্তেজনা ও লাল কার্ড
৮৯তম মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে ফাউল করায় উত্তেজনা ছড়ায়। ভিনিসিউস প্রতিবাদ জানাতে গেলে ভেনেজুয়েলার আলেক্সান্দার গনজালেস তার মুখে হাত দেন। ফলস্বরূপ, গনজালেস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। যদিও শেষ ১০ মিনিট ১০ জন নিয়ে খেলেছে ভেনেজুয়েলা, ব্রাজিল গোলের দেখা পায়নি।
পয়েন্ট টেবিলের অবস্থা
১১ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের তৃতীয় স্থানে আছে ব্রাজিল। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সাতে ভেনেজুয়েলা। শীর্ষে আছে আর্জেন্টিনা, ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে।
ব্রাজিলের পরবর্তী ম্যাচ ২০ নভেম্বর, উরুগুয়ের বিপক্ষে।
আরও পড়ুন: সানন্দবাড়ী কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত