
সানন্দবাড়ী কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতিতে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামালপুরের সানন্দবাড়ী কলেজে এক অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার কলেজ মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান এবং কলেজ গভর্নিং বডির সভাপতি মো. নুরুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক মুজিবুর রহমান এবং সভাপতিত্ব করেন সানন্দবাড়ী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম।
সমাবেশে বক্তব্য রাখেন চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য শফিকুল ইসলাম, জামায়াতে ইসলামির ইউনিয়ন শাখার আমীর আব্দুল মজিদ, সাবেক প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব আজিজুর রহমান, বিএনপির সহ-সভাপতি ফরিদুল ইসলাম বিএসসি, জামায়াতের ইউনিয়ন সেক্রেটারি রেজাউল করিম, যুবদলের আহ্বায়ক মুজিবুর রহমান, তাঁতি দলের সভাপতি ও ইউপি সদস্য রফিকুল ইসলাম, সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম, সাবেক সার্জেন্ট মোজাম্মেল হক এবং অন্যান্য অভিভাবক সদস্যগণ।
অধ্যক্ষ সিরাজুল ইসলাম তার বক্তব্যে অভিভাবকদের উদ্দেশে বলেন, "আপনারা এ-প্লাসের পেছনে না ছুটে সন্তানের নৈতিক, মানবিক ও সু-শিক্ষার দিকে নজর দিন। সানন্দবাড়ী কলেজকে দেশের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করতে আমরা কাজ করছি, তবে এর জন্য আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন।"
প্রধান অতিথি মো. নুরুল ইসলাম বলেন, "বোর্ড পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ছাত্র-ছাত্রীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা এবং পাঠে মনোযোগী হওয়া জরুরি। এ ব্যাপারে অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।" অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম বাস্তবায়ন করেন সানন্দবাড়ী ডিগ্রি কলেজের রোভার স্কাউট সদস্যরা।
হারুন অর রশিদ