
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
দেশীয় হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান এক্সনহোস্ট এবারও আয়োজন করেছে বহুল প্রতীক্ষিত ব্ল্যাক ফ্রাইডে সেল। প্রতি বছর বিশ্বব্যাপী শপিং জগতে বিশেষ এই মেগা সেল অনুষ্ঠিত হয় থ্যাংকসগিভিংয়ের পরদিন, যেখানে ব্যবসায়ীরা বিভিন্ন পণ্য ও সেবায় আকর্ষণীয় মূল্য ছাড় দেন।
ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে এক্সনহোস্ট তাদের হোস্টিং সেবায় ২৫% থেকে ৬০% পর্যন্ত মূল্য ছাড় ঘোষণা করেছে। এই বিশেষ ছাড় সহজেই এক্সনহোস্টের ওয়েবসাইট থেকে কুপন কোড ব্যবহার করে উপভোগ করা যাবে।
ক্রেতারা বিকাশ, ক্রেডিট/ডেবিট কার্ড ইত্যাদি পেমেন্ট অপশন ব্যবহার করে এক্সনহোস্ট থেকে ডোমেইন, ওয়েব হোস্টিং, ভিপিএস এবং ডেডিকেটেড সার্ভার কেনার সুবিধা পাবেন।
এক্সনহোস্ট হলো পারপল আইটি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান। পারপল আইটি লিমিটেড বাংলাদেশের একমাত্র আইসিএএনএন (ICANN) স্বীকৃত ডোমেইন রেজিস্ট্রার যা দেশে এবং বিদেশে ডোমেইন রেজিস্ট্রেশন সেবা প্রদান করে।
বিশ্বের প্রায় ৭০টি দেশে সেবা প্রদানকারী এক্সনহোস্ট ইতোমধ্যে সিপ্যানেল, লাইটস্পিড এবং অন্যান্য আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানির সঙ্গে পার্টনারশিপ করেছে। ব্যক্তিগত ওয়েবসাইট থেকে শুরু করে কর্পোরেট ওয়েবসাইটের জন্য ডোমেইন, হোস্টিং, ভার্চুয়াল ও ডেডিকেটেড সার্ভারসহ ক্লাস্টার সার্ভার সলিউশন সরবরাহ করছে তারা।