মোহনগঞ্জে অভ্যন্তরীণ ধান- চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন
নেত্রকোনা প্রতিনিধি অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানের আওতায় নেত্রকোনার মোহনগঞ্জে ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে মঙ্গলবার খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. শহীদ ইকবাল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছাব্বির আহমেদ আকুঞ্জি, সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল হান্নান রতন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লুৎফুর রহমান, গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতাক্কাবির খান প্রভাস, মিল মালিকের পক্ষে বীর মুক্তিযোদ্ধা শামছুল হক মাহবুব, মাসুদ মিয়া, বিপ্লব রায়, রানা পাল প্রমুখ উপস্থিত ছিলেন গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতাক্কাবির খান প্রভাস জানান, এবার ৪ হাজার ৩শ ৭৯ মেট্রিক টন চাল, ১৩শ ৩৮ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।
তিনি আরও জানান, কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ধান সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে। কোন রকম হয়রানি ছাড়াই কৃষকরা যাতে সহজেই গুদামে ধান দিতে পারেন সেজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন: জৈন্তাপুরে নব জীবনের মাধ্যমে শিক্ষা উপকরন ও ভাতা বিতরণ