
জৈন্তাপুরে নব জীবনের মাধ্যমে শিক্ষা উপকরন ও ভাতা বিতরণ
কমপ্যাক্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট থ্রু ডিজএ্যাডভানটেজট ডিন্ড্রেন এডুকেশন সাপোর্ট ইনকাম জেনারেশন এন্ড সেফ ওয়াটার ফেইজ-৩ এর আওতায় ও নভো জীবন ইউ কে’র সহযোগিতায় এবং নব জীবন পলাশপোল সাতক্ষীরা এর বাস্তবায়নে জৈন্তাপুর উপজেলায় শিক্ষা উপকরন ও ভাতা বিতরণ ১৬ মে মঙ্গল বার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
শিক্ষা উপকরন ও ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম। বিশেষ অতিথির মধ্যে
উপস্থিত ছিলেন, নব জীবন পলাশপোল সাতক্ষীরার প্রজেক্ট ম্যানেজার মোঃ অছিউল আলম, উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার মোঃ শাহ আলম বেপারী, রাইজ ফাউনন্ডেশন সিলেট’র নির্বাহী পরিচালক কামরুল ইসলামের, প্রজেক্ট ম্যানেজার রেহেনা আক্তার।
নব জীবন পলাশপোল রাইজ ফাউনন্ডেশন’র মাধ্যমে ২০১৪ সাল থেকে সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার
১৫৬ জন শিক্ষার্থী দের মাঝে শিক্ষা উপকরন ও ভাতা প্রদান করে আসছে।