কেন্দুয়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন
কৃষি ও কৃষকের উন্নতির লক্ষ্যে ধলেশ্বর বিল থেকে শুরু করে বেতাই নদী পর্যন্ত সাড়ে সাত কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে কেন্দুয়া আঠারোবাড়ী বাজারের পাশে রায়পুর নামক স্থানে দেওয়া খাল কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন এলজিইডির উপজেলা প্রকৌশলী আল আমিন সরকার, মাসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বাঙ্গালী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বাঙ্গালী জানান, এই খালটি খনন হলে ধলেশ^র, সুচিয়া, ইছামতি ও কাইটাইল বিলের জলাবদ্ধতা দূর হবে এবং কৃষকরা দুটি ফসল উৎপাদন করতে পারবেন।
জলাবদ্ধতার ফলে প্রতিবছর ধান ক্ষেত পচে গলে নষ্ট হতো এবং অনেক সময় জমি রোপন করতেও পারতেন না কৃষক। ৫৭ লাখ টাকা ব্যয়ে জাইকা প্রকল্পের আওতায় দেওখাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উদ্যোগে এই প্রকল্পের কাজ চলছে। তিনি জানান, এই প্রকল্পের সভাপতি, ফারহানা রহমান ও সম্পাদক কাজল চৌধুরী সততার সঙ্গেই দায়িত্ব পালন করে যাবেন।
উদ্বোধন কালে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার বলেন, আমি যতদিন কেন্দুয়ায় আছি ততদিন আরও বেশি বেশি এসব প্রকল্পের কাজ বাস্তবায়নে উদ্যোগি হব। তিনি বলেন, কৃষি ও কৃষকের স্বার্থে সকলকে আন্তরিকতা ও সততার সাথে দায়িত্বপালন করতে হবে।