তীব্র তাপদাহে বিশুদ্ধ খাবার পানি নিয়ে তৃষ্ণার্ত কৃষকের পাশে ইউএনও
তীব্র তাপদাহে বিশুদ্ধ খাবার পানি নিয়ে তৃষ্ণার্ত কৃষকের পাশে দাড়ালেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার।
শনিবার সকালে তিনি বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন নিয়ে ছুটে যান কেন্দুয়া উপজেলার জালিয়ার হাওরের পশ্চিম তীরে মোজাফরপুর হাওরে।
এসময় তিনি কৃষকদের হাতে এক বোতল বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন তুলে দেন। ওই দিনই তিনি গোগ বাজার এলাকায় ও মাসকা হাওরে কৃষকদের মাঝে খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন। মোট ৩টি এলাকায় অন্তত ৫০০ খাবার পানি বোতল ও স্যালাইন বিতরণ করেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার বলেন, প্রচন্ড তাপ দাহে কৃষকের কথা চিন্তা করে মানবিক দায়িত্ব বোধ থেকে আমরা এ উদ্যোগ নিয়েছি।
হয়তোবা সব কৃষকের হাতে পানি ও খাবার স্যালাইন তুলে দিতে পারবো না তবে এই বার্তাটি শুনে সমাজের জনপ্রতিনিধি ও বিত্তশালীরা কৃষকের পাশে এগিয়ে আসবেন বলে আশা করছি।