বুধবার ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

সাতকানিয়া বন্যা দুর্গত পরিবারের পাশে রোটারি ক্লাব অব চট্টগ্রাম এরিস্টোক্রেট

প্রকাশিত: ১৭:০৮, ১২ আগস্ট ২০২৩

আপডেট: ১৭:০৯, ১২ আগস্ট ২০২৩

সাতকানিয়া বন্যা দুর্গত পরিবারের পাশে রোটারি ক্লাব অব চট্টগ্রাম এরিস্টোক্রেট

রোটারি ক্লাব অব চট্টগ্রাম এরিস্টোক্রেট

প্রবল বর্ষণে পাহাড়ী ঢল ও বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৫০০ পরিবার পেলো রোটারি ক্লাব অফ চট্টগ্রাম এরিস্টোক্রেটের সহায়তা। শুক্রবার উপজেলার কাঞ্চনা এলাকায় বন্যা দুর্গত এই অসহায় পরিবার গুলোর হাতে ত্রাণ পৌছে দেন ক্লাবের সদস্যরা। 

"পাশেই আছি" এই স্লোগানকে সামনে রেখে বন্যা দুর্গত এলাকায় আটকে পড়া লোকদের নৌকার মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে সহায়তা পৌছে দেন রোটারেক্টরা। সহায়তার মধ্যে শুকনো খাবার ও কাপড় রয়েছে। 

রোটারিয়ান সরোজ বড়ুয়া বলেন পাশেই আছি”এই প্রত্যয়ে আমরা চেষ্টা করেছি কিছু পরিবার কে সহযোগিতা করার, এটা হয়তো খুবই সামান্য কিন্তু তারপরও আমরা সামিল হতে চেয়েছি-মানবতার জন্য, পাশে থাকার জন্য। 

বন্যা দুর্গতদের জন্য রোটারেক্টর ভাইদের যাদের চেষ্টা ছিলো অদম্য, যাদের মাধ্যমেই আমরা আমাদের এই ছোট্ট ইচ্ছা টা পরিপূর্ণ করতে পেরেছি, বলেন তিনি। 

সার্ভিক সহযোগীতায় ছিলেন রোটারি ক্লাব চট্টগ্রাম এরিটোক্রেটের প্রেসিডেন্ট রোটারিয়ান সাদমান সাইকা সেফা ও প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান এসএম মুহিবুর রহমান, ভাইস প্রেসিডেন্ট সরোজ বড়ুয়া এতে আরো সহযোগীতা করেন রোটারেক্টর মাহমুদ উল্লাহ, জয় দে, ইলিয়াস উদ্দিন আকাশ, ইকরামুল হক রাজু, ইসলাম রাফি সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশ উপজেলার বিভিন্ন ইউনিয়ন টানা বর্ষণ ও উজানের পানিতে সৃষ্ট বন্যার পানিতে তলিয়ে গেলে পানিবন্দি হয়ে পড়ে লাখ লাখ মানুষ। তিনদিন বন্ধ হয়ে যায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। খাবার ও সুপেয় পানির সংকটে পড়েন দুরবর্তী গ্রামের মানুষরা। 

সাম্প্রতিক সময়ে অতি বর্ষনে খুব অল্প সময় এর বৃষ্টি তে সৃষ্ট হওয়া স্মরণকাল এর বন্যায় চট্টগ্রাম এর ক্ষয়ক্ষতি র পরিমাণ অনেক.ডুবেছে শত শত মানুষ ও ঘরবাড়ী. ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান সাদমান সাঈকা সেফা ও চার্টাড প্রেসিডেন্ট মোস্তফা আশরাফুল ইসলাম আলভী বন্যাকবলিতদের সাথে থাকার জন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন: চুরির অপবাদে ‘সালিশে’ কিশোরের মাথা ন্যাড়া, দুই মাতব্বর গ্রেফতার


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 798