কেন্দুয়া হরিসভা দূর্গা মন্দিরে বিশেষ প্রার্থনা
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শাহাদাত বরণকারীদের আত্মার চির শান্তি কামনায় আজ সন্ধ্যায় বিশেষ প্রার্থনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।
কেন্দুয়া বাজার হরিসভা দূর্গা মন্দিরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের আয়োজন করেন মন্দির কমিটি। হরিসভা দূর্গা মন্দির কমিটির সভাপতি ডা: দিলীপ কুমার পোদ্দারের সভাপতিত্বে এবং শিক্ষক অনুকূল চন্দ্র সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এড. আবদুল কাদির ভূঞা।
এসময় উপস্থিত ছিলেন - উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কেন্দুয়া পৌরসভার মেয়র আসাদুল হক ভূঞা,যুগ্ম সম্পাদক কামরুল হাসান ভূঞা,ওসি আলী হোসেন পিপিএম,পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র ভদ্র,সাধারণ সম্পাদক সজল সরকার,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক দুলাল কান্তি চৌধুরী, হরিসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন দেবনাথসহ হিন্দুজনগোষ্ঠীর নেতৃবৃন্দ,উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,সাংবাদিকসহ সুধীজন। পরে বিশেষ প্রার্থনা পরিচালনা করেন পুরহিত বিপুল কুমার উকিল।
আরও পড়ুন: লোক ঐতিহ্যের আগলাঘর