
গৌরীপুরে ৬১ টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি
গৌরীপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উৎযাপনে শেষ মুহুর্তের প্রস্তুতি পুরোদমে চলছে। উপজেলা পূজা উদযাপন কমিটির তথ্য অনুযায়ী এবারও উপজেলায় ৬১ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে পূজামণ্ডপে প্রতিমায় রং তুলির শেষ মুহূর্তের ফিনিশিং সহ আলোকসজ্জা ও ডেকোরেশনের কাজও শেষের পথে।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালনের জন্য পুজা কমিটিগুলোও প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের কাছে দেবী দুর্গা শক্তি ও সুন্দরের প্রতীক। প্রতিবছর অসুরের বিনাশ করতে দেবী এ ধরাধামে আবির্ভূত হন।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই সমাজ থেকে অন্যায়-অবিচার ও গ্লানি দূর করার জন্যই এ পূজার আয়োজন। এই মুহূর্তে দেশের প্রতিটি অঞ্চলে হিন্দু ধর্মাবলম্বীরা দেবীকে বরণ করার প্রস্তুতি নিচ্ছেন। ঘরে ঘরে চলে আসছে পূজা আর উৎসবের আমেজ।
এ বছর পঞ্জিকার তিথি অনুযায়ী ২ কার্তিক ইংরেজী ২০ অক্টোবর ২০২৩ সন শুক্রবার ষষ্ঠীতে শুরু হবে দুর্গাপুজো। ওই দিন রাত ১১.২৪ মিনিটে লাগবে সপ্তমী। শনিবার ২১ অক্টোবর পড়েছে সপ্তমী। ওই দিন রাত ৯.৫৪ মিনিটে লাগবে অষ্টমী। ২২ অক্টোবর রবিবার হবে অষ্টমী পুজো। ওই দিন রাত ৭.৫৯ মিনিটে লাগবে নবমী। ২৩ অক্টোবর সোমবার নবমী। ওই দিন বিকেল ৫.৪৫ মিনিটে লাগবে দশমী। ২৪ অক্টোবর মঙ্গলবার পড়েছে বিজয়া দশমী। মহালয়া পড়েছে ১৪ অক্টোবর।
গৌরীপুর উপজেলার বিভিন্ন দুর্গা মন্দির ঘুরে দেখা যায়, শারদীয় দুর্গাপূজার প্রস্তুতির প্রথম পর্বের কাজ ইতিমধ্যেই শেষে হয়েছে। এবছর গৌরীপুর পৌর শহরে ১৬ টি, ১নং মইলাকান্দা ইউনিয়নে ৭ টি, ২ নং সদর গৌরীপুর ইউনিয়নে ৪ টি,৩নং অচিন্তপুরে ৫টি, ৪নং মাওহা ইউনিয়নে ৩ টি, ৫ নং সহনাটি ইউনিয়নে ২টি, ৬ নং বোকাইনগর ইউনিয়নে ৪ টি, ৭নং রামগোপালপুর ইউনিয়নে ৪ টি, ৮ নং ডৌহাখলা ইউনিয়নে ১৩ টি, ৯ নং ভাংনামারি ইউনিয়নে ১টি ও ১০ নং সিধলা ইউনিয়নে ২ পুজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: নেত্রকোনায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত