
নেত্রকোনায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত
নেত্রকোনায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদ এই সভার আয়োজন করে।
ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ পরিচালক রাফিকুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ পরিচালক রাফিকুজ্জামান বলেন, সকলকে যথা সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন করে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।
আরও পড়ুন: কলমাকান্দায় পাগাড়ের পানিতে ডুবে মেধাবী শিক্ষার্থীর মৃত্যু