কলমাকান্দায় পাগাড়ের পানিতে ডুবে মেধাবী শিক্ষার্থীর মৃত্যু
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পাগাড়ের পানিতে ডুবে সাত বছর বয়সী আদিত্য রুরাম নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে । মৃত শিশু সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ও রোল দুই ছিল। তার মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান বলেন, মেধাবী শিশু শিক্ষার্থী আদিত্য রুরামের অকাল মৃত্যুতে আমরা খুবই ব্যথিত , মর্মাহত ও শোকাহত। আদিত্যর আচরণ ছিল খুব নর্ম ভদ্র। তার মৃত্যুতে শিক্ষক ও শিক্ষার্থীসহ সকলের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
আজ মঙ্গলবার (০৩ অক্টোবর) দুপুরে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের সেনপাড়ায় একটি স্থানীয় পাগাড়ে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃত আদিত্য রুরাম ওই গ্রামের মৃত গাসু ঘাগরা ও মৃত লোনা তেরেজা রুরাম দম্পতির একমাত্র সন্তান।
স্থানীয় ও মৃতের স্বজনের সুত্রে জানা গেছে, মৃত আদিত্য রুরামকে ছোট রেখে বাবা গাসু ঘাগরা মারা যান প্রায় ৬ বছর আগে। এর তিন বছর পর মা লোনা তেরেজা রুরাম
মারা যান। এরপর থেকে মৃতের নানী মিতালী রুরাম লালন পালন করে আসছেন।
মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের ছুটি দেয়া হয়। আদিত্য রুরাম তার বাড়িতে গিয়ে বইপত্র রেখে সমবয়সীদের সাথে বাড়ির পূর্ব দক্ষিণে একটি
জমিতে খেলাধুলা করছিল তারা । ওই জমির পাশেই ছিল ৭/ ৮ ফুটের গভীরের একটি পাগাড়।
সকলের অজান্তেই পাগাড়ের পানিতে পড়ে যায় আদিত্য । সে সাঁতার কাটতে জানতো না। এক পর্যায়ে সমবয়সীরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। তাদের ডাক
চিৎকারের স্থানীয়রা ছুটে আসেন। পরে পাগাড়ে নেমে খোঁজাখুঁজি করে পানির নীচ থেকে আদিত্য রুরামকে অচেতন অবস্থায় উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আদরের নাতী আদিত্যকে হারিয়ে নানী মিতালী রুরাম বাকরুদ্ধ ।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে সমকালকে বলেন, হাসপাতালের নিয়ে আসার আগেই শিশু আদিত্য মারা গেছে।
কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত)মো.জালাল উদ্দীন সমকালকে বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে শিশু আদিত্যর মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মৃতের মরদেহ স্বজনের নিকট হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: তরুণদের অনুপ্রাণিত করতে গ্রামীণফোনের চলো বাংলাদেশ ২০২৩