শ্রীনগরে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও ঝাড়ু মিছিল
শ্রীনগরে হাঁসাড়া বাজারের মোবাইল ফোন সেন্টারের কর্ণধার মো. উজ্জল খানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারী আল-আমিনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার হাঁসাড়া কুমার বাড়ি সংলগ্ন এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাঁসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজের শিক্ষক প্রতিনিধি মো. হালিম মাস্টার, সাবেক অভিভাবক সদস্য মহসিন আলম, হাঁসাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল শেখ ও শাজাহান খালাসী, দেলোয়ার আকন, হাবিব খান, মো. ওয়াহিদ, রিনা খান, আরজুদা বেগম, তাসলিমা, মিনু বেগম, সুমা আক্তারসহ এলাকার প্রায় দেড়শতাধিক নারী-পুরুষ।
মানববন্ধনে অংশগ্রহনকারীরা বলেন, হাঁসাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য শেখ মমিন আলীর ছেলে সন্ত্রাসী আল-আমিন গত ৩০ মে সন্ধ্যার দিকে লস্করপুর সাধনা সেতুর সামনে মো. উজ্জল খানকে হত্যার উদ্দ্যেশে ধারালো ছুরি দিয়ে মাথায় আঘাত করে। এতে উজ্জল খান রক্তাত্ব জখম হয়।
এ ঘটনায় আল-আমিনের বিরুদ্ধে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের এবং পরে আদালতে মামলা করা হয়। তারা আরো বলেন, আল-আমিন নিজেকে বিভিন্ন পরিচয়ে অনেক সময় এলাকায় গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মানহানিকর অপ্রচার চালায়।
মানসম্মানের ভয়ে কেউ আল-আমিনের বিরুদ্ধে মুখ খুলতে চাননা। আল-আমিনের দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
আরও পড়ুনঃ ধর্মপাশায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ