
পূর্বধলায় ভুল চিকিৎসায় নারী উদ্যোক্তার ৮টি ছাগলের মৃত্যু
নেত্রকোনার পূর্বধলায় ভেটেরিনারি সার্জনের ভুল চিকিৎসায় শরিফা আক্তার রিমা নামের এক নারী উদ্যোক্তার ৮টি ছাগলের মৃত্যুর অভিযোগ উঠেছে।
সোমবার রাত সাড়ে ৮টায় উপজেলার খলিশাউড় ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে অবস্থিত রিমার আদিল এগ্রো ফার্মে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫৫-৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামার মালিক।
জানা গেছে, রবিবার উপজেলা ভেটেরিনারি সার্জন সারা তাইফুন্নাহার স্ব-উদ্যোগে রিমার খামার পরিদর্শনে যান। এসময় তিনি খামারের ছাগলগুলোকে নাইট্রোনেক্স (Nitronex) নামে একটি কৃমিনাশক ইনজেকশন পুশ করার পরামর্শ দেন। যদিও খামার মালিক আগে থেকেই কৃমি চিকিৎসা করিয়ে ছিলেন, সার্জন জানান এটি যথেষ্ট নয় এবং নতুন ইনজেকশন দেওয়া প্রয়োজন।
রাতে ইনজেকশন দেওয়ার আধা ঘণ্টার মধ্যেই ৮টি ছাগল মারা যায় এবং আরও ৪-৫টি ছাগল অসুস্থ হয়ে পড়ে। ছাগলগুলোর মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন রিমা এবং বাকি ছাগলগুলোর অবস্থা নিয়ে উদ্বেগে আছেন।
রিমার বাবা মো. মিজানুর রহমান বলেন, “আমার মেয়ে এমবিএ করা একজন উচ্চশিক্ষিত নারী উদ্যোক্তা। ২০১৮ সালে সরকারি নিবন্ধিত এই খামারটি শুরু করেছিল। বর্তমানে খামারে প্রায় ৪০টি ছাগল রয়েছে। ভেটেরিনারি সার্জন নিজে এসে প্রেসক্রিপশন দিয়ে ওভারডোজ ইনজেকশন দেওয়ার কারণে ছাগলগুলো মারা গেছে। উনি ভিজিটের জন্য ১৫০০ টাকা দাবি করেন এবং আমরা ১২০০ টাকা পরিশোধ করি। আমি লিখিত অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছি।”
এ বিষয়ে ভেটেরিনারি সার্জন সারা তাইফুন্নাহারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
পশুসম্পদ কর্মকর্তা ডা. এম এম এ আউয়াল তালুকদার আটটি ছাগলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার পরপরই টিম নিয়ে খামার পরিদর্শন করেছি। অসুস্থ ছাগলগুলোর প্রাথমিক চিকিৎসা চলছে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি এবং কেন ছাগলগুলো মারা গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।”
ছাগলগুলোর মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
দুর্জয় বাংলা