
জৈন্তাপুরে পুলিশের অভিযানে ১২০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাক আটক
গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর মডেল থানা পুলিশের চেক পোষ্ট বসিয়ে সিলেট তামাবিল মহাসড়কের দরবস্ত বাজার মসজিদ সংলগ্ন এলাকা হতে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক এর নির্দেশনায় অভিযান পরিচালনা করে ৬ আগষ্ট রোববার দুপুর ১ টায় ১২০ বস্তা ভারতীয় চিনি সহ একটি ড্রাম্প ট্রাক আটক করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
এসময় চোরাচালান চক্রের সদস্যরা পুলিশের চেক পোষ্ট দেখে ড্রাম্প ট্রাকটি রাস্তায় দাঁড় করিয়ে পালিয়ে যায় ৷ পরে পুলিশ ট্রাকটি আটক করে জৈন্তাপুর থানায় নিয়ে আসে ৷ পরবর্তীতে উদ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশনায় ভারতীয় ১২০ বস্তা চিনি জব্দ করা হয় এবং পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক বলেন, চোরাচালান বন্দে থানা পুলিশ কাজ করে যাচ্ছে ৷ তারই ধারাবাহিকতায় ভারতীয় ১২০ বস্তা চিনি সহ গাড়ীটি ধরা পড়েছে ৷
এছাড়া ইতোপূর্বে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করে ভারতীয় চিনি, চোরাচালনকারী ও গাড়ী আটক করেছি ৷ আমরা চোরাচালান বন্দে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি ৷ আমাদের চলমান অভিযান অব্যাহত রয়েছে ৷ তিনি সটিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহবান জানান ৷
আরও পড়ুন: ফুলবাড়িয়ায় বশতবাড়ীতে হামলা ভাংচুর অগ্নিসংযোগের অভিযোগ