
পূর্বধলায় এমপি বেলাল অপহরণ মামলায় ৯ আসামীর জামিন
নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের তিনবারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য (এমপি) ওয়ারেসাত হোসেন বেলাল (বীরপ্রতীক) কে অপহরণ, তাঁর স্বাক্ষর জাল ভূয়া কাবিননামা তৈরি, মোবাইল ফোন ব্যবহার করে দুই কোটি টাকা আত্মসাত ও প্রতারণার অভিযোগে এমপি স্ত্রী রওশন হোসেন’র দায়ের করা মামলায় ছাত্রলীগ ও যুবলীগের ৯ নেতাকর্মীকে জামিনে মুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) নেত্রকোনা জেলা জজ আদালত থেকে তারা জামিনে মুক্তি পান।
জামিনপ্রাপ্তরা হলেন, বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্রী নাদিয়া আক্তার (২৬), তার ছোট ভাই পূর্বধলা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাইফ (২০), উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফেরদৌস আলম (৪২), সহ-সভাপতি কামরুজ্জামান উজ্জ্বল (৪২), কলেজ শিক্ষক নাদেরুজ্জামান স্বপন (৪২), রতন পাল (৩২), ছাত্রলীগকর্মী শাহ আলীম (৩২) ও এমপির গাড়িচালক শফিকুল ইসলাম (৪৫)।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামীরা জামিনে মুক্তি পেলেও মামলাটির তদন্তাধীন রয়েছে।
আরও পড়ুন: সাফ চ্যাম্পিয়ানশিপ অনূর্ধ্ব-১৬ খেলতে ভুটান গেল চিশতী