মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

নেত্রকোনায় বিএনপির ৪ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ২১:১৮, ২ অক্টোবর ২০২৩

নেত্রকোনায় বিএনপির  ৪ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নাশকতার চেষ্টা ও পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপের অভিযোগে নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৪ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও বিষ্ফোরক আইনে মামলা হয়েছে।

কেন্দুয়া থানা পুলিশের এস আই তানভীর মেহেদী বাদী হয়ে সোমবার (২রা অক্টোবর) এই মামলাটি করেন। মামলায় জেলা বিএনপির সদস্য সচিব ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী, কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দুলালসহ ১০১ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামী করা হয়েছে আরও ২০০ থেকে ৩০০ জনকে।

এ ব্যাপারে সোমবার বিকেলে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হকের সাথে যোগাযোগ করলে তিনি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত রবিবার (১লা অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা বাজার এলাকায় আমাদের কয়েকজন পুলিশ দায়িত্ব পালন করছিল।

এ সময় ওই এলাকায় বিএনপির ৬-৭শ লোক উপস্থিত হয়ে নাশকতার চেষ্টা চালায় এবং এক পর্যায়ে সেখানে থাকা পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে আমাদের পুলিশের দুই এস আই তাপস ও তানভীর আহত হয়। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ককটেল, ভাঙ্গা কাঁচসহ নাশকতার বিভিন্ন আলামত জব্দ করেছে বলেও জানান ওসি। তবে কয়টি ককটেল উদ্ধার করা হয়েছে-তা জানতে চাইলে ওসি বলেন, আমি এখন পূজা মন্ডপ পরিদর্শনে আছি। কাগজ দেখে বলতে হবে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল বলেন, পুলিশের দায়ের করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও সাজানো। ১লা অক্টোবর ছিল আমাদের কেন্দ্র ঘোষিত ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ পর্যন্ত রোডমার্চ কর্মসূচি।

কর্মসূচিতে অংশ নিতে আমাদের দলীয় নেতা-কর্মীরা সান্দিকোনা দিয়ে যাচ্ছিলেন। পথে পুলিশ তাদের বাঁধা প্রদান করে। কর্মসূচীতে বাঁধা দিয়ে এবং মামলা-হামলা করে
আমাদের চলমান আন্দোলনকে আর দমিয়ে রাখা যাবে না। আমরা রাজপথে আছি, থাকব এবং আমাদের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন থেকে সরব না ইনশাআল্লাহ।

এ ব্যাপারে কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বলেন, রবিবার ছিল আমাদের রোডমার্চ কর্মসূচি। রোডমার্চ কর্মসূচীতে বিএনপির নেতাকর্মীদের ঢল নামে। নেতাকর্মীদের স্বতঃষ্ফূর্ততা দেখে সরকারী দলের নেতাকর্মীরা ভয় পেয়েছে। তাদের নির্দেশে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে।

পুলিশ আমাদের বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। মূলত এ রকম কোনো ঘটনাই ঘটেনি। আমরা এ ধরণের মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আরও পড়ুন: বারহাট্টায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত 


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 798