
কামারখাড়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত
বুধবার (৩১মে) সকাল ১১ টায় কামারখাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে স্বর্নগ্রাম আর,এন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।
কামারখাড়া ইউপি চেয়ারম্যান লুতফর হালদার খুকু'র সভাপতিত্বে ২০২৩-২০২৪ অর্থবছরের ৭২ লক্ষ ৮ হাজার ৬৭৯ টাকার বাজেট ঘোষনা করেন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ঝুমুর মল্লিক।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা শাহজাহান পাঠান,আব্দুর জব্বর কাজি,কুতুব উদ্দিন খান,শিক্ষক মিজানুর রহমান মোল্লা,জয়নাল আবেদিন,ছায়েমা ইশরাত,ব্যবসায়ী মহসিন মুন্সী,কামারখাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
আরও পড়ুন: মহাস্থানগড় শীলাদেবী ঘাটে হিন্দুধর্মাম্বলীদের জৈষ্ঠ্যের দশমী মেলা অনুষ্ঠিত