
হাসাইলে আরিফ হাওলাদারের উঠান বৈঠক
আসন্ন টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের নির্বাচন কে সামনে রেখে হেলিকপ্টার প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী আরিফ হাওলাদারের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫মে) বিকেল ৫ টায় হাসাইল বানারী ইউনিয়নের মেলকার বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আরিফ হাওলাদার বলেন, সাধারণ মানুষের ভালোবাসা ও আমার জনপ্রিয়তা দেখে একটি পক্ষ আমার বিরুদ্ধে ওঠেপরে লেগেছে।
নির্বাচন থেকে দূরে রাখতে আমাকে সহ আমার পরিবারের সকলের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে চেষ্টা চালিয়েছে। আমার মনোনয়ন যেনো বৈধ না হয় সেজন্যও বিভিন্ন অপচেষ্টা চালিয়েছে।
ইনশাআল্লাহ আগামী ২১ মে আপনাদের মহা মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করে কুচক্রী মহলের জবাব দিয়ে দিবেন।
আওয়ামী লীগ নেতা ওসমান মেলকারের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন হাসাইল বানারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়সাল হাওলাদার, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান,সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল খালাসি,ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আজিজ সরদার,আসগর মেলকার, আবজাল মেলকার, বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নেকবর মেলকার, ইউপি সদস্য শাহিন দেওয়ান, বাবু হাওলাদার, নাজমুল ইসলাম, সেলিম খালাসী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জিএম ইকবাল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিশাদ মেলকার, সাবেক ছাত্রনেতা রুবেল সরদার,রাসেল মেলকার সহ হাসাইল বানারী ইউনিয়নের সর্ব সাধারণ।