পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হলেন যারা
নেত্রকোনার পূর্বধলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ ২য় ধাপের নির্বাচন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে উপজেলার ৮১টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। যদিও ভোটার উপস্থিতি ছিলো কম।
উপজেলা চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এটিএম ফয়জুর সিরাজ জুয়েল (মোটর সাইকেল) প্রতীকে ৪৬ হাজার ৩২২ ভোট পেয়ে বেসরকারিভাবে প্রথমবারের মতো চেয়ারম্যান বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিল্পপতি আসাদুজ্জামান নয়ন পেয়েছেন ৩৬ হাজার ০৮ ভোট।
মঙ্গলবার (২১ মে) রাতে জেলা পরিষদ অডিটরিয়ামে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার (ইউএনও) মো. খবিরুল আহসান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
ভাইস চেয়ারম্যান পদে হাফেজ মো. আব্দুল্লাহ আল আলী (বই প্রতীকে) ২৪ হাজার ৮৭৩ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আর্শাদ মিয়া (মাইক প্রতীকে) পেয়েছেন ১৮ হাজার ৮২৩ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনি রানী কর্মকার (হাঁস প্রতীকে) ৩৫ হাজার ১৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসা. সাফিয়া খাতুন (কলস প্রতীকে) ২০ হাজার ৭০৬ ভোট পেয়েছেন।
এ উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ৭০৫ জন। তার মধ্যে নারী ১ লাখ ৭৪ হাজার ৫৬জন, পুরুষ ১লাখ ৪০ হাজার ৬৪৮ জন এবং ১জন তৃতীয়লিঙ্গের ভোটার রয়েছে।
আরও পড়ুন : বারহাট্টা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা
সাদ্দাম হোসেন