বুধবার ০৪ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০

মর্জিনারে আমি তোরে ভূলতে পারিনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৯, ১ জুন ২০২৩

আপডেট: ১৮:৩৩, ১ জুন ২০২৩

মর্জিনারে আমি তোরে ভূলতে পারিনা

কুদ্দুস বয়াতী, ফজলুর রহমান, আব্দুল জব্বার

শিল্পী-কুদ্দুস বয়াতী, কথা-ফজলুর রহমান, সুর-আব্দুল জব্বার

মর্জিনারে আমি তোরে ভূলতে পারিনা
ভাবিস কি তুই মনে মনে
তোরে মনে করিনা॥
মুক্তিযুদ্ধে গিয়াছিলাম পাকা কথা দিয়া-
আইসা দেখি তুই মর্জিনার হইয়া গেছে বিয়া রে
সেদিন থাইকা কোন মাইয়ার 
প্রেমে পরিনা॥
নয় মাস পরে ফিইরা আইলাম যুদ্ধ কইরা জয়
মর্জিনা তোর চইলা গেছে পারার লোকে কয়।
বুকটা আমার ফাইটা গেছে 
কইবার পারিনা॥
আগে যদি জানতাম আমি ভূইলা যাবে মোরে
করতাম না প্রেম তোর সাথে আর
থাকতাম অনেক দূরে
ফজলু বলে সারা জীবন 
পুইড়া মরতাম না॥

তাং ১/১/১৯৯০ ইং

আরো পড়ুন: গ্র্যাজুয়েট ছাড়া কেউ সাংবাদিকতায় আসার সুযোগ পাবেনা -ডাটাবেজ তৈরী হচ্ছে