২৪ নভেম্বর, ২০২৩ (বাংলা ভার্সনে) ‘মৈমনসিংহ-গীতিকা’ প্রকাশের শত বছর। ঠিক ১০০ বছর আগে, ১৯২৩-এর মার্চ মাসে ইউনিভার্সিটি অব ক্যালকাটার ছাপাখানা থেকে প্রকাশিত হয়েছিল ‘Eastern Bengal Ballads – Mymensing (vol. 1, part-1)’, যা আদতে ইংরেজি ভার্সনে দশটি ‘মৈমনসিংহ গীতিকা’ এর তরজমা। ড. দীনেশ চন্দ্র সেন এই অনুবাদ করেছিলেন।