বুধবার ৩১ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০

কলমাকান্দায় ডায়রিয়ায় এক শিশুর মৃত্যু

কলমাকান্দায় ডায়রিয়ায় এক শিশুর মৃত্যু

কলমাকান্দায় ডায়রিয়ায় এক শিশুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সানজিদা নামের দেড় বছরের এক শিশু মারা গেছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। তার বাড়ী উপজেলার সদর ইউনিয়নের খাসপাড়া গ্রামে। তার পিতার নাম মো. হানিফা।


জানা গেছে , গত দু’দিন আগে সানজিদাকে নিয়ে তার মা জহুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যায় শিশুটি। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আরো আট শিশু ভর্তি রয়েছে।


সানজিদার মা জহুরা আক্তার জানান, গত সোমবার রাতে হঠাৎ সানজিদার শরীরে জ্বর আসে। একটু পর শুরু হয় পাতলা পায়খানা। পরদিন স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। মঙ্গলবার গভীর রাতে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সানজিদাকে ময়মনসিংহ নিয়ে যাওয়ার কথা বলেন। কিন্তু সানজিদার বাবা বাড়ীতে না থাকায় সানজিদাকে নিয়ে ময়মনসিংহ যাওয়া সম্ভব হয়নি।


কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল মামুন বলেন, ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত হয়ে সানজিদার মৃত্যু হয়েছে। আমরা
সানজিদাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্ঠা করেছি।

আরও পড়ুন: ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালের মামলা