
দুর্গাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে ও জনসচেতনতা বৃদ্ধিতে এ দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এ সময় বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এরপর উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মো. আশরাফুজ্জামান। অন্যদের মাঝে বক্তব্যে রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, জনস্বাস্থ্য উন্নয়নে স্বাস্থ্যসম্মত ও টেকসই স্যানিটেশন ব্যবস্থা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা অপরিহার্য। ডায়রিয়া ও পানিবাহিত নানা রোগ থেকে রক্ষা পেতে স্যানিটেশন ব্যবস্থা ও সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস খুবই জরুরি। সবাইকে সাবান দিয়ে হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
আরও পড়ুন: র্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে ১২৫০ পিস ইয়াবাসহ এক মহিলা মাদক ব্যবসায়ী আটক
কলি হাসান