
মোহনগঞ্জে বিনামূল্যে আশার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
নেত্রকোনার মোহনগঞ্জে বেসরকারি এনজিও সংস্থা আশার সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। দিন ব্যাপী চলা এ মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি বিভিন্ন ওষুধপত্রও দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে পৌরশহরের আল-মবিন রোডের আশা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্প উদ্বোধন করেন, আশা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার মো. আরিফুজ্জামান খান।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মারুফ উল আলম তালুকদার, ডাক্তার তাসনিয়া খানম, আশার রিজওনাল ম্যানেজার আবু তাহের, শিক্ষক মাহবুবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আশা'র মোহনগঞ্জ সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার মো. আরিফুজ্জামান খান জানান, আমাদের এই স্বাস্থ্য কেন্দ্রটি সম্পূর্ণভাবে অলাভজনক একটি প্রতিষ্টান। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই আশা এ উদ্যোগ গ্রহণ করেছে। এখানে উন্নতমানের যন্ত্রপাতি, বিশেষজ্ঞ চিকিৎসকসহ বিভিন্ন বিষয়ে এক্সপার্টরা রয়েছেন। এই স্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন রোগের ট্রিটমেন্ট ও পরীক্ষা নিরীক্ষাসহ সবকিছুই নামমাত্র মূল্যে করা হয়ে থাকে। এছাড়াও জাতীয় বিভিন্ন দিবসে তারা এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকেন বলেও তিনি জানান।
হাফিজুর রহমান চয়ন