
জৈন্তাপুর মিনাটিলা সীমান্তে খাঁসিয়ার গুলিতে যুবকের মৃত্যু
সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্তে ভারতের সুপারি বাগান থেকে সুপারি আনতে গিয়ে খাঁসিয়ার গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে মিনাটিলা এলাকার ভারতের সুপারি বাগানে সুপারি সংগ্রহ করতে গেলে খাঁসিয়া সম্প্রদায়ের সশস্ত্র ব্যক্তিরা গুলি চালায়। এতে গুরুতর আহত হন জৈন্তাপুর উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী ঝিঙ্গাবাড়ী গ্রামের সাহাব উদ্দিন ওরফে তালু সুলাইল সাহাবউদ্দিনের ছেলে মারুফ আহমদ (২০)।
আহত অবস্থায় মারুফকে দ্রুত বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করা হয়, তবে পথিমধ্যেই তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি। তিনি বলেন, "বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।"
এই ঘটনার পর সীমান্ত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: বারহাট্টায় নবাগত ইউএনও মোঃ খবিরুল আহসানকে ফুলেল শুভেচ্ছা
গোলাম সরওয়ার বেলাল