
বারহাট্টায় নবাগত ইউএনও মোঃ খবিরুল আহসানকে ফুলেল শুভেচ্ছা
নেত্রকোণার বারহাট্টায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খবিরুল আহসানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বৃহস্পতিবার ফকির আশরাফ কলেজের উদ্যোগে ইউএনও’র অফিস কক্ষে এ শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী আব্দুল্লাহ কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা নিবেদন করেন।
নবাগত ইউএনও মোঃ খবিরুল আহসান জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বাসিন্দা। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন। পরে ৩৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসনিক ক্যাডারে চাকুরী জীবন শুরু করেন। এর আগে তিনি নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন।
ফুলেল শুভেচ্ছা গ্রহণের সময় ইউএনও মোঃ খবিরুল আহসান তাঁর দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন এবং বারহাট্টার সার্বিক উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।
এই আয়োজনের মাধ্যমে বারহাট্টার জনগণের সঙ্গে নবাগত ইউএনও’র সম্পর্কের একটি শুভ সূচনা হয়েছে।
আরও পড়ুন: এক মাস ধরে ভূমি উন্নয়ন কর কার্যক্রম বন্ধ:দুর্ভোগে জনগণ
লতিবুর রহমান খান