
কলমাকান্দায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
নেত্রকোণার কলমাকান্দায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। আজ সোমবার দুপুরে কলমাকান্দা উপজেলা পরি আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
আজ সোমবার সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ , উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান, কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম (পিপিএম) ও উপজেলা প্রকৌশলী শুভ্রদেব চক্রবর্তী প্রমুখ।
শেখ শামীম