বারহাট্টায় ১৭ মার্চ, ২৫ মার্চ ও ২৬ মার্চ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নেত্রকোণার বারহাট্টায় ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ দিবস গুলো উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতি ও সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মোঃ আব্দুল কাদের, কৃষি অফিসার কৃষিবিদ রাকিবুল হাসান, বারহাট্টা থানার এস.আই. প্রশান্ত কুমার সাহা, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল, মহিলা আওয়ামী লীগের সভানেত্র আমিরুন্নাহার খানম জবা, বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে টঙ্গীবাড়ীতে চুরি হওয়া মিশুক গাড়িসহ ৩ চোর আটক
লতিবুর রহমান খান