
কেন্দুয়ায় হানাদার মুক্ত দিবস পালিত
নেত্রকোণার কেন্দুয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে হানাদার মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে শনিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় পুরাতন মুক্তিযোদ্ধা কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নুরুল হক।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক কমান্ডার বজলুর রহমান এবং ডেপুটি কমান্ডার আব্দুল কুদ্দুস খন্দকার লালচান। তারা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আঃ কাদির বাঙালী, ইসলাম উদ্দীন, মোঃ আবু সিদ্দিক, আব্দুস সাত্তার, রুহুল আমিন, আঃ আজিজ, মঞ্জিল মিয়া এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ। আলোচনায় মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালের ৭ ডিসেম্বরের ঐতিহাসিক মুহূর্ত স্মরণ করেন, যেদিন কেন্দুয়া উপজেলা হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়।
মুক্তিযোদ্ধারা জানান, ৭ ডিসেম্বর কেন্দুয়ায় পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয়ের পতাকা উড়িয়েছিল মুক্তিযোদ্ধারা। এটি ছিল মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার দিন। তারা আরও বলেন, স্বাধীনতার এই গৌরবোজ্জ্বল অধ্যায় স্মরণ রাখতে এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে প্রতি বছর দিনটি "হানাদার মুক্ত দিবস" হিসেবে উদযাপন করা হয়।
বক্তারা জানান, দেশকে শত্রুমুক্ত করার জন্য মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ আজও অনুপ্রেরণার উৎস। সেই ত্যাগ ও চেতনা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরাও অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে ভাস্বর হয়ে ওঠে। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে দেশের প্রতি আরও দায়িত্বশীল করে তুলবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
আরও পড়ুন: গফরগাঁওয়ে সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলী ও চালক দগ্ধ