বগুড়ায় সাংবাদিক জোটের ঈদ সামগ্রী বিতরণ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
বগুড়ায় বাংলাদেশ সাংবাদিক জোট এর আয়োজনে ঈদ সামগ্রী ও ইফতার বিতরণ করা হয়েছে। এছাড়া রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ সংবাদ সংশ্লিষ্ট সকল গুণী মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৫ এপ্রিল শনিবার ২০২৩ বিকাল ৩ টায় বগুড়া উডবার্ণ সরকারি গণগ্রন্থাগার হল রুমে বাংলাদেশ সাংবাদিক জোট বগুড়া জেলা শাখার আহবায়ক রায়হানুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক জোট বগুড়া জেলা শাখার উপদেষ্টা ও জাতীয় শ্রমিকলীগ বগুড়া জেলা কমিটির সদস্য সচিব রাকিব উদ্দিন প্রামানিক সিজার। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক জোট বাসাজ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম সামসুল হুদা।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন এখন টিভি'র বগুড়া ব্যুরো প্রধান মাজেদুর রহমান মাজেদ, দৈনিক ইনকিলাব পত্রিকার বগুড়া ব্যুরো প্রধান মহসীন আলী রাজু। এসময় উপস্থিত ছিলেন মফস্বল সাংবাদিক ফোরাম বগুড়া জেলা শাখার আহবায়ক আশরাফুল ইসলোম রহিত, টিভি বাংলা বগুড়া প্রতিনিধি মেহেদী হাসান, জেএসকেএফ এর সভাপতি রাজা নয়ন রায়, সাংবাদিক জোটের সদস্য সাংবাদিক এরশাদ, রফিকুল ইসলাম, হাকীম সামিউল রনি, আব্দুল ওয়াহেদ, আব্দুর রহিম নাজিম, আরিফুল ইসলাম, পরিমল চন্দ্র, ফারুক শেখ রুবেল, আব্দুর রহিম, পলাশ, রাইসুল ইসলাম রনি, গোলাম মোস্তফা, রানা মোহাম্মাদ সোহেল, সাইফুল ইসলাম, হারুন উর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ সাংবাদিক জোট বগুড়া জেলা শাখার যুগ্ন আহবায়ক ইমরানুল হক।
আরও পড়ুন: রামগঞ্জের স্মার্ট একাডেমি রাস্তায় গাড়ী থামিয়ে উঠা নামা শিক্ষার্থীদের, দূর্ঘটনা আশংকা
এরশাদ হোসেন