বুধবার ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

জাতীয় নির্বাচনে ইসির অধীনে থাকবো: আইজিপি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৯, ১৯ মে ২০২৩

জাতীয় নির্বাচনে ইসির অধীনে থাকবো: আইজিপি

জাতীয় নির্বাচনে ইসির অধীনে থাকবো: আইজিপি

জাতীয় সংসদ নির্বাচনের সময় নিজেরা নির্বাচন কমিশনের (ইসি) অধীনে থাকবেন বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন । সেসময় ইসি যে নির্দেশনা দেবে সে অনুযায়ী কাজ করবেন বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৮ মে) নির্বাচন ভবনে পাঁচ সিটি নির্বাচন নিয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের যে নির্দেশনা দিয়েছে, সবার কাছ থেকে তথ্য নিয়েছে ও সহযোগিতা চেয়েছে আমরা আমাদের সহযোগিতা দেওয়ার বিষয়ে ইসির নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনের আশ্বাস দিয়েছি।

আসন্ন পাঁচ সিটি নির্বাচনে পুলিশের প্রস্তুতি নিয়ে পুলিশ প্রধান বলেন, ইসির জারি করা পরিপত্রের আলোকে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব কার্যক্রম গ্রহণ করবো। প্রয়োজনে রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে যখন যে ব্যবস্থা গ্রহণ করা দরকার তখন সে ব্যবস্থা গ্রহণ করবো।

আরও পড়ুন: নেত্রকোণার লোকসংস্কৃতির ইতিহাস ও ঐতিহ্য


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 798