মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০

ফুলবাড়ীতে অসহায় শিশুদের মাঝে পোশাক বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৩, ১৮ এপ্রিল ২০২৩

ফুলবাড়ীতে অসহায় শিশুদের মাঝে পোশাক বিতরণ

ফুলবাড়ীতে অসহায় শিশুদের মাঝে পোশাক বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ীতে সংলাম মানবতার জন্য (সমাজ) উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী উদ্বুদ্ধকরণ সভাসহ ঈদ উপলক্ষে অসহায় শিশুদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার (এপ্রিল) দুপুর ১২টায় পৌরএলাকার কাটাবাড়িস্থ সংস্থাটির কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক নাছিমা পারভীন।
এতে সমাজসেবক আমজাদ হোসেন আপেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি প্লাবন শুভ প্রমুখ।
শেষে আনুষ্ঠানিকভাবে অর্ধশতাধিক বিভিন্ন বয়সী অসহায় শিশুদের মাঝে তৈরি পোশাক তুলে দেন অতিথিদ্বয়।

আরও পড়ুন: গৌরীপুর গনমাধ্যম কর্মীদের সাথে উপজেলা চেয়ারম্যানের দোয়া ও ইফতার

কংকনা রায়