ফুলবাড়ী ঈদবাজার পাদুকার দোকানে ভিড়!
আর ৩ থেকে ৪টা দিন বাদেই ঈদুল ফিতর। ইতোমধ্যে শেষ হয়েছে অনেকেরই পোশাক কেনাকাটা। এখন পোশাকের সাথে মিল রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে চলছে জুতা কেনার হিড়িক। শেষ মুহূর্তে রং আর ডিজাইন অনুযায়ী পছন্দের জুতা কিনছেন ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, বিভিন্ন উপাদানের দাম বৃদ্ধির কারণে এবার জুতার দামও বেড়েছে। নিজেদের মুনাফা রেখেই বিক্রি করতে হচ্ছে। প্রথমদিকে ক্রেতার সংখ্যা কম থাকলেও এখন বিক্রি ভালো হচ্ছে।
ফুলবাড়ী পৌরএলাকার ননীগোপাল মোড় থেকে নিমতলা মোড় পর্যন্ত জুতার দোকানগুলোতে স্ত্রী ও কন্যা সন্তানকে নিয়ে ঘুরছিলেন উপজেলার আলাদীপুর ইউনিয়ন নারায়ণপুর থেকে আসা গোলাম হাফিজ মুকুল নামের এক ব্যক্তি। তিনি বলেন, স্ত্রী ও কন্যা সন্তানের পোশাক কেনাকাটা শেষ। এখন পালা জুতা কেনার। তাই তাদেরকে নিয়ে বিভিন্ন দোকানে ঘুরছি। পছন্দের জুতা কিনতে। তিনি আরো বলেন, ৫ বছর বয়সী সন্তানের জুতার জন্য গুনতে হয়েছে ১ হাজার ৬০০ টাকা। আর আরেক সন্তানের জুতার দাম ৭০০ টাকা। নিজেদের জন্য কেনার শখ থাকলেও দামে কুলাচ্ছে না।
পায়েপায়ে সু হাউজে গিয়ে কথা হয় আরেক জুতা ক্রেতা স্বপ্নপুরী কচুয়া গ্রাম থেকে আসা আফরিন জান্নাত আশার সাথে। তিনি বলেন, এবার জিনিসপত্রের দাম এত বেড়েছে, যা ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে। ঈদের আনন্দ এখন আর মধ্যবিত্ত পরিবারের মধ্যে নেই। ঈদবাজার ঘুরে দেখা যায়, পোশাক দোকানের পাশাপাশি জুতার দোকানেও ক্রেতার ভিড়। প্রতিটি দোকানে খুদে ক্রেতাই বেশি। মা-বাবার হাত ধরে পছন্দের জুতা কিনে নিচ্ছে তারা। পায়েপায়ে, বাটা, বে, গ্যালারি এপেক্স, লিবার্টিসহ নামিদামি ব্র্যান্ড ছাড়াও এই গরমে ফুটপাতের জুতার দোকানেও ভিড় ছিল চোখে পড়ার মতো। পায়েপায়ে সু হাউজের সত্ত্বাধিকারী ঝুলন চৌধুরী বলেন, এখানে বিভিন্ন বয়সী নারী-পুরুষের জুতা পাওয়া যায়। এবার লোফার ভালো চলছে। হিল, স্লিপার, সু-ও ভালো বিক্রি হচ্ছে। এসব জুতা ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে।
লিবার্টি সু হাউজের সত্ত্বাধিকারী মোমিনুল ইসলাম বলেন, এবার নারীরা হিল, স্লিপার, সু, স্নিকার্সের পাশাপাশি নতুন ডিজাইনের ফ্ল্যাট হিল কিনছেন। পুরুষদের জন্য রয়েছে হাফ সু, ফ্রাঙ্কো, স্যান্ডেল, লোফারসহ নানা ডিজাইন। এবার ডিজাইনাররাও মেয়েদের জন্য আলাদা করে নকশা করছেন বাহারি সব লোফার। মেয়েদের লোফারের মূল বৈশিষ্ট্য নানা রঙের মিশ্রণ। এ ছাড়া ভূমি অফিস রোডসহ ফুটপাতের দোকানেও ভিড় দেখা গেছে। স্থান অনুযায়ী বিভিন্ন জুতার দাম ৩৫০ থেকে ২ হাজার টাকা। নন-ব্র্যান্ডের জুতা দামাদামি করে কিনছেন ক্রেতারা।
কংকনা রায়