জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার(২২ মে) বিকেলে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদ চত্বরে এসে শেষে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড: নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি,সহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। সমাবেশে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতার দৃষ্টান্তমুলক শান্তির দাবি করা হয়।
আরও পড়ুন: রাস্তা সংস্কার নিয়ে সংঘর্ষের জেরে কলেজ ছাত্রকে বেধড়ক মারপিট