মধ্যনগরে আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত
সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপি জামাতের অপশক্তি,সন্ত্রাস,নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপ রাজনীতির বিরুদ্ধে স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মধ্যনগর বাজার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ -১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সদস্য সেলিম আহমেদ তালুকদার।
অনান্যদের মাঝে বক্তব্য দেন তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুষেন বর্মন,সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন প্রমুখ।
আরও পড়ুন: অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা