রোববার ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ২১:০৪, ২১ সেপ্টেম্বর ২০২৩

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুরের নকলা উপজেলার ভোগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

দন্ডপ্রাপ্ত ওই ব্যাক্তির নাম মো. সোহাগ মিয়া (৩৩) তিনি নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারামাইশা গ্রামের আব্দুল খালেকের ছেলে। সোমবার ১৮ সেপ্টেম্বর বিকেলে ওই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে নকলা উপজেলার উরফা ইউনিয়নের ভোগাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছে এক ব্যবসায়ী। এমন তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন।

এসময় ভোগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন দায়ে বালু মহাল ও মাটি ভরাট  আইন ২০১০ এর ১১ (১) ধারা অনুযায়ী ব্যবসায়ী মো.সোহাগ মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা।এবিষয়ে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন বলেন, যারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ফসলি জমি ও পরিবেশের ক্ষতি করবে তাদের বিরুদ্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: শেরপুরে বাড়ীর সীমানা বিরোধের জেরে ভাংচুর লুটপাটসহ হামলা:আহত-৫


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 808