কলমাকান্দায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোশতাক আহমেদ রুহীর সমর্থকরা শান্তি সমাবেশ করেছে । রবিবার দুপুরে দিকে উপজেলা মোড় এলাকায় এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. মিজানুর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী তালুকদার, আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান চয়ন, বিজন তালুকদার, উপজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম হোসেন, বীর মুক্তিযাদ্ধা মো. খলিলুর রহমান ও পোগলা ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক শামীম আহম্মেদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের অপশক্তি মোকাবেলা করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে, সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীর নেতৃত্বে কলমাকান্দা-দুর্গাপুর আওয়ামী পরিবার ঐক্যবদ্ধ। যে কােন মূল্যে আমরা বিএনপি-জামায়াতকে রাজপথে মোকাবেলা করবো।
আরও পড়ুন: ঝিনাইগাতীতে চাঁদা উত্তোলণ করে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত