
টঙ্গীবাড়ীতে উপকার ভোগীদের নিয়ে সাংসদ এমিলি’র সুধী সমাবেশ
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নে সরকারের বিভিন্ন দপ্তরে হতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধা প্রাপ্ত উপকারভোগীদের নিয়ে সুধী সমাবেশ করেন মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।
আজ রবিবার সকাল ১০ টায় বেতকা ইউনিয়ন পরিষদের মাঠ প্রাঙ্গনে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বেতকা ইউপি চেয়ারম্যান মো:রোকনুজ্জামান রিগ্যান সিকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজ আল আসাদ বারেক, সাধারণ সম্পাদক আহসান কবির হালদার।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী নাহিদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসিমা আক্তার, আওয়ামী লীগ নেতা রাহাত খান রুবেল, এমিলি পারভীন, মোফাজ্জল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জহির খান,শ্রমীক লীগ নেতা সোবহান শিকদার,বেতকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আলম সিকদার বাচ্চু,সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা রবিন আহমেদ,টঙ্গীবাড়ী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দীপু মাঝি সহ উপকার ভোগী ও স্থানীয় এলাকাবাসী।
প্রধান অতিথি'র বক্তব্যে সাংসদ এমিলি বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।
আরও পড়ুন: শেরপুরে শ্রেষ্ট কমিউনিটি পুলিশিং অফিসার এসআই রাজীব,সদস্য আনারুল্লাহ নির্বাচিত