
শেরপুরে জেলা ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে শেরপুর জেলা শাখা। বুধবার (১ জানুয়ারি) বিকেলে শেরপুর জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের নিউমার্কেট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালি শেষে জেলা বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. নিয়ামুল হাসান আনন্দ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শারদুল ইসলাম মুরাদ, যুগ্ম আহ্বায়ক মো. শামীম হোসাইন ও মো. আজিজুর রহমান। এছাড়া জেলার ৫ উপজেলা থেকে আগত ছাত্রদলের বিভিন্ন ইউনিটের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
বক্তারা তাদের বক্তব্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, দেশের স্বার্থ রক্ষায় ছাত্রদলের প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধ থেকে দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করতে হবে। বক্তারা আওয়ামী লীগের বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থেকে রাজপথে থাকার আহ্বান জানান।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা উদ্দীপনার সঙ্গে অংশ নেন।
আরও পড়ুন: জৈন্তাপুরে স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন
মোহাম্মদ দুদু মল্লিক