
জৈন্তাপুরে স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন
সিলেটের জৈন্তাপুর উপজেলার নাগরিকদের মধ্যে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে নিজপাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রম উদ্বোধন করেন সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল হারিম খাঁন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সআলিক রুমাইয়ার সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল কালামের পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল হারিম খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাফিজ, ইউপি সদস্য মনসুর আহমদ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলী ও জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাফিজের হাতে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড তুলে দেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল কালাম জানান, আগামী ৪ জানুয়ারি থেকে উপজেলার ৬টি ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে। প্রত্যেক নাগরিককে নির্ধারিত তারিখে ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে আইরিশ স্ক্যান ও ফিঙ্গারপ্রিন্ট প্রদান করে কার্ড সংগ্রহ করার অনুরোধ জানান তিনি।
তিনি আরও বলেন, যেসব নাগরিক নির্ধারিত সময়ে স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন না, তারা পরবর্তীতে উপজেলা নির্বাচন অফিস থেকে এটি সংগ্রহ করতে পারবেন। প্রবাসী বা চাকরির কারণে বাইরে অবস্থানরতদের কার্ড উপজেলা নির্বাচন অফিসে সংরক্ষণ করা হবে, যা সুবিধাজনক সময়ে সংগ্রহ করা যাবে।
আরও পড়ুন: বারহাট্টায় ইউএনও’র কম্বল বিতরণ
গোলাম সরওয়ার বেলাল