
তারাকান্দায় জমে উঠেছে ঈদ বাজার
এবারের ঈদুল ফিতরের সঙ্গে নতুন মাত্রা হিসেবে যোগ হয়েছে পহেলা বৈশাখ। আর এ দুটি উৎসব কে ঘিরে জমে উঠেছে ময়মনসিংহে তারাকান্দায় ঈদুল ফিতরের কেনাকাটা।
যদিও মাত্র ১ থেকে ২ দিন বাকি ঈদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শপিং মার্কেট গুলোতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত দেখা বেচাবিক্রী করছে ব্যবসায়ীরা।
তৈরি পোশাক কেনার পাশাপাশি নতুন পোশাক বানাতে আগেভাগেই পছন্দের কাপড় কিনছেন তরুণ-তরুণীরা। বিক্রেতারা জানিয়েছেন, ঈদ যতই ঘনিয়ে আসছে, ক্রেতাদের ভীড় ততই বাড়ছে। তবে দেশে নিত্যপণ্যসহ সবকিছুর দাম বৃদ্ধির ফলে ক্রেতারা ঈদ বাজারে এসে একটু চিন্তা-ভাবনা করেই কেনাকাটা করছেন।
সরেজমিনে ঘুরে কয়েকজন দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায়, গত দুই বছরের চেয়ে এবারের বেচাকেনা অনেকটাই ভালো। খান বস্ত্রালয় এন্ড বোরকা হাউজ থেকে জানায়,রমজান শুরু থেকেই এবার ক্রেতারা কেনাকাটা শুরু করেছেন। আমরাও ক্রেতাদের চাহিদামতো পোশাক সরবরাহ করতে চেষ্টা করছি।ঈদ যতই কাছে আসছে বেচাকেনা বাড়ছে। দাম বেড়ে যাওয়ায় ঈদের ব্যবসা কিছুটা কমেছে জানিয়েছেন প্রসাধনী ব্যবসায়ীরা।
আকাশচুম্বী দাম বেড়ে যাওয়ায় ঈদে আশানুরুপ ব্যবসা পাচ্ছেন না জুয়ের্লাস দোকানদারেরা। ছোট বড় বাচ্চাদের জুতা ও চশমার দোকানেও বেচাবিক্রী বেড়েছে।
রেডিমেড দোকান গুলোতে নারী পুরুষ সকল বয়সীদের উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক তরুণী জানিয়েছেন, একটা নতুন ডিজাইনের থ্রিপিস ও লেহেঙ্গা পছন্দ হয়েছে। কিন্তু দাম বেশি মনে হচ্ছে। তারপরও কিনতে হচ্ছে। কারণ ভালো লাগার পোশাক পরাই তো ঈদের আনন্দ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত জানান,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুযোগ বুঝে অতিরিক্ত দাম নেয়া যাবে না। বাজার নিয়ন্ত্রণ রাখতে অভিযান পরিচালনা করা হচ্ছে। যারা বেশি দাম নিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। ভোক্তাস্বার্থ রক্ষায় অভিযান চলমান থাকবে। তারাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান,তারাকান্দা বাজার সহ উপজেলার বিভিন্ন বাজারে আমাদের পুলিশের টিম কাজ করছে। তারপরও কেনাকাটা করতে আসা ক্রেতাদের সর্তক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
মো: শামীম হোসাইন