
কেন্দুয়ায় এমপি অসীম কুমার উকিলের ঈদ শুভেচ্ছা
কেন্দুয়ার উকিল বাড়িতে রোববার (ঈদের পর দিন) দিনভর ঈদ শুভেচ্ছা ও অনন্দ ভাগাভাগি করে নেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এবং তাঁর সহধর্মীনি যুব-মহিলালীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল।
অনুষ্ঠানে নেত্রকোনার সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয় ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট অসিত সরকার সজল, নেত্রকোনা পৌরসভা মেয়র নজরুল ইসলাম খানসগ জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন কর্মকর্তা, কেন্দুয়া-আটপাড়ার নেতাকর্মি, কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল,
আরও পড়ুন: দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অসীম ও অপু উকিল
কেন্দুয়া পৌরসভার মেয়র আসাদুল হক ভূঞা, জেলাপরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান বিপুল, ইউপি চেয়ারম্যান-মেম্বারগণ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতা কর্মি, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষকগণ, এডভোকেট, সাহিত্যিক, সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ, শিল্পীসহ বিভিন্ন স্তরের লোকজন অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
প্রীতিভোজসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় মুখরিত ছিল কেন্দুয়া পৌরসভার সাউদপাড়া মহল্লার এমপির উকিলবাড়ি।
আরও পড়ুন: ঈদ আনন্দে প্রকৃতিপ্রেমী দর্শণার্থীতে মুখরিত জবই বিল
রাখাল বিশ্বাস