কেন্দুয়ায় সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু
কেন্দুয়া-নেত্রকোনা সড়কের মাজকান্দি নামক স্থানে মোটরসাইকেল চাপায় সাউদা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সাউদা কেন্দুয়া পৌরসভাধীন চন্দগাতী গ্রামের ব্যবসায়ী সুমন মিয়ার একমাত্র মেয়ে।
জানা গেছে, ঈদের পর সোমবার বাবা ম্#৩৯;র সাথে সাউদা উপজেলার মাইজকান্দি গ্রামে নানা আব্দুল আজিজের বাড়িতে বেড়াতে আসে।
পরদিন মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে বাড়ির সামনের কেন্দুয়া-নেত্রকোনা সড়কে গেলে একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়।
এসময় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল নেত্রকোনায় মিটিং এ যাচ্ছিলেন। পরে তিনি আহত শিশুটিকে উদ্ধার করে তার গাড়িতে করে উপজেলা হাসপাতালে নিয়ে আসেন। শিশুটির অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে ভর্তি করার পর মারা যায় সাউদা। সাউদার এক আত্মীয় বিষয়টি নিশ্চিত করেছেন।
কেন্দুয়া থানার ওসি আলী হোসেন পিপিএম বলেন, এ ব্যাপারে এখনো কেউ কিছু জানাননি।
আরও পড়ুন: দুর্গাপুরে সত্যবান হত্যা দিবস
রাখাল বিশ্বাস