রোববার ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

কলমাকান্দায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত: ০৩:৩৫, ১৫ নভেম্বর ২০২২

আপডেট: ২১:৩৮, ২২ এপ্রিল ২০২৩

কলমাকান্দায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

কলমাকান্দায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় উপজেলায় বন্য হাতির আক্রমণে মো. নূরুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৯টার দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী বেতগড়া গ্রামে ধানী জমিতে এ ঘটনা ঘটে।

নিহত মো. নূরুল ইসলাম ওই ইউনিয়নের সন্যাসীপাড়া এলাকার মো. মফিজুল ইসলামের ছেলে। নিহত নূরুল ইসলামের সঙ্গে থাকা আরেক কৃষক এনামূল হক বলেন, ‘এলাকায় তিন-চার দিনের মধ্যে ধান কাটা শুরু হবে। সম্প্রতি সন্ধ্যা হলেই প্রতিদিন পাশের পাহাড় থেকে বন্য হাতি নেমে আসে। এর জন্য আমরা গ্রামবাসি সর্তক থাকি। যাতে করে আমাদের ধান ক্ষেত নষ্ট করতে না পারে। নূরুলসহ আমরা পাঁচ-ছয়জন ক্ষেতের কাছাকাছি অবস্থান নেই।

আনুমানিক রাত ৯টার দিকে ধানের জমিতে পাশের পাহাড় থেকে বন্য হাতির পাল আক্রমণ করলে আমরা মশাল জ্বালিয়ে হাতি তাড়াতে গেলে হাতি শুঁড় দিয়ে টেনে এবং মাথায় আঘাত করে নূরুল ইসলামকে গুরুতর আহত করে। ডাক চিৎকারে গ্রামবাসিরা ধাওয়া করলে ভারতের পাহাড়ের ভেতর চলে যায় হাতির দল।

পরে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম।’ কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, ‘খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে নিহতের বাবার নিকট মরদেহ হস্তান্তর করা হবে।’

আরও পড়ুন: হযরত মুহাম্মদ (স:) বিদায় হজ্জের ঐতিহাসিক ভাষণ

শেখ শামীম


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 808