মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০

প্রকাশিত সংবাদের প্রতিবাদ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩১, ৫ মে ২০২৩

প্রকাশিত সংবাদের প্রতিবাদ 

প্রকাশিত সংবাদের প্রতিবাদ 

গত ৩ মে  বিভিন্ন পত্রিকায় ও বিভিন্ন অনলাইন পোর্টালে "একাই পরিষদ চালান তিনি " এই শিরোনামে  একটি সংবাদ প্রকাশিত হয়।  প্রকাশিত  সংবাদটি ভিত্তিহীন ও সঠিক নয় বলে দাবি করে প্রতিবাদ জানিয়েছেন, উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল ।

সংবাদে উল্লেখ করা হয় যে,  পরিষদের প্রথম বাজেটের বরাদ্দকৃত ১৭টি সাবমারসিবল সদস্যের স্বাক্ষর জাল করে চেয়ারম্যান তার ব্যক্তিগত লোকদের মাঝে বিতরণ করেন। বিষয়টি চেয়ারম্যানের কাছে জানতে চাইলে চেয়ারম্যান ইউপি সদস্যদের গালিগালাজ করেন। ২০২২-২৩ অর্থ বছরে বরাদ্দের ৩ টন ২০০ কেজি চাল এবং ৬ টন ৬০০ কেজি গম ও ১০ টি সাবমারসিবল বরাদ্দ পাওয়া যায়। কিন্তু এসব বরাদ্দের ব্যাপারেও চেয়ারম্যান তার সদস্যদের সাথে কোনো প্রকার সমন্বয় না করে একক সিদ্ধান্তে বাস্তবায়ন করেছেন। এমনকি মাসিক সভার কাজ অসম্পন্ন রাখা, ট্যাক্সের টাকা উত্তোলনসহ বিভিন্ন কার্যক্রম চেয়ারম্যান তার নিজের মতামতকে প্রাধান্য দিয়ে বাস্তবায়ন করায় পরিষদের কার্যক্রম বাধাগ্রস্থ হচ্ছে। 

প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন ও সঠিক নয়। প্রকৃতপক্ষে আমি পরিষদের সকল সদস্যদের নিয়ে পারিষদের কার্য পরিচালনা করি। আমি কোন সদস্যদের স্বাক্ষর জাল করি নাই এমনকি টিআর ও কাবিটা এখনো জেলা থেকে অনুমোদন হয় নি।  একটি স্বার্থান্বেষী মহল মিথ্যা নাটক বানিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক ভাবে  এ মিথ্যা সংবাদের অবতারণা করছে শুধু পরিষদের  ক্ষতিসাধন করার জন্য এবং আমাকে  সামাজিকভাবে  হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এমন মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে।  আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মোজাম্মেল হক ইকবাল
চেয়ারম্যান
পাইকুরাটি ইউনিয়ন পরিষদ
ধর্মপাশা, সুনামগঞ্জ।

আরও পড়ুন: চাঞ্চল্যকর হত্যাকান্ডে মূলহোতার ফাঁসির দাবীতে মানববন্ধন