
কেন্দুয়ায় উদীচীর আয়োজনে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন
উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দুয়া শাখার আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। সোমবার (৮ মে) বিকেলে পৌরশহরের দিগদাইর রোড এলাকায় এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদীচীর সভাপতি লোকসাহিত্য গবেষক রাখাল বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মহিউদ্দিন সরকারের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী জালাল। প্রধান আলোচক ছিলেন, কেন্দুয়া সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রণেন সরকার।
এছাড়া আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চর্চা সাহিত্য আড্ডার উপদেষ্টা গীতিকার রফিকুল হাসান, কেন্দুয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, কবি মাহবুবা খান দ্বীপান্বিতা, চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী রহমান জীবন প্রমুখ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন, উদীচীর সদস্য আফজালুন্নেছা রুমী ও কবি মাহবুবা খান দীপান্বিতা। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় এবং রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন, মাহফুজা মান্না মনিষা, শিশু শিল্পী গায়ত্রী রায় ও গীতা রায়।
আরও পড়ুন: সংবাদ প্রকাশের জেরে মিথ্যা মামলা: প্রতিবাদে মানববন্ধন