
শ্রীনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু
শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে মোশারফ হোসেন দুলাল (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলাবার ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার আটপাড়া ইউনিয়নের বাড়ৈগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আব্দুস সাত্তারের পুত্র।
স্থানীয়রা জানায়, ভোরের দিকে মোশারফ হোসেন দুলাল বাড়িতে একটি পানির পাম্পের বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎতে পৃষ্ট হন। শামীম শেখ জানান, বিদ্যুৎ পৃষ্টে তার পিতার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আকলিমা জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়।
আরও পড়ুন: কলমাকান্দায় অটোরিকশা ছিনতাই আটক-২