ফুলবাড়ীতে কিশোরের মরদেহ উদ্ধার
দিনাজপুরের ফুলবাড়ীতে পুকুর থেকে আলিফ বাবু (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ মে) দুপুর দুইটায় পুকুরে জাল দিয়ে তার মরদেহটি উদ্ধার করেন স্থানীয়রা। উপজেলার দৌলপুর ইউনিয়নের বারাইপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।
নিহত আলিফ বাবু ওই গ্রামের দিনমজুর মোহিদুল ইসলামের ছেলে। ঘটনাটি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ এপ্রিল) আলিফ বাবু দুপুর পর্যন্ত বাড়ী না ফেরায় তাকে খোঁজাখুঁশি শুরু করেন বাড়ির লোকজন। গ্রামের কোথাও আলিফ বাবুকে না পেয়ে পরিবারের সন্দেহ হয় যে, হয়তো আলিফ গোসল করার জন্য পুকুরে নেমেছিল। পরে একটি পুকুরে মাছ ধরার জাল টেনে আলিফ বাবুকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানের কর্তব্যরত চিকিৎসক আলিফ বাবুকে মৃত ঘোষণা করেন।
আলিফ বাবুর চাচা মো. মোস্তাকিম বলেন, আলিফ বাবু প্রতিদিনের মত বাড়ি থেকে বের হয়। দুপুরেও বাড়িতে না ফেরায় তাকে খোঁজাখুুঁজি শুরু হয়। পরে পুকুরে জাল টেনে আলিফ বাবুকে উদ্ধার করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম বলেন, মরদেহের সুরাতহাল করা হয়েছে। পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: মানবিক আবেদন বাঁচতে চান: মেধাবী শিক্ষার্থী রিনা আক্তার